ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রাণের চাল আত্মসাত, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : ০৯:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৯৬ Time View

মো. শরীফ হোসেন খা

বিশেষ প্রতিনিধি:

সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাতের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব পলি কর স্বাক্ষরিত ১ ডিসেম্বর এক প্রজ্ঞাপন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ হোসেন খানের বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে নিজ বাড়ির গুদাম ঘরে রাখার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক (ডিসি), চাঁদপুরের প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১ ডিসেম্বর ২০২৪ তারিখের ৯১৮ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ থেকে আপনাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক চাঁদপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানো নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা দেওয়া হয়।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় এসএসসি ২০০০ ব্যাচ ফ্রেন্ডস ক্লাবের বন্ধুত্বদের মিলন মেলা

ত্রাণের চাল আত্মসাত, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরখাস্ত

Update Time : ০৯:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

বিশেষ প্রতিনিধি:

সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাতের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব পলি কর স্বাক্ষরিত ১ ডিসেম্বর এক প্রজ্ঞাপন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ হোসেন খানের বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে নিজ বাড়ির গুদাম ঘরে রাখার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক (ডিসি), চাঁদপুরের প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১ ডিসেম্বর ২০২৪ তারিখের ৯১৮ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ থেকে আপনাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক চাঁদপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানো নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা দেওয়া হয়।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।