ইসমাইল হোসেন বিপ্লব:
কচুয়ায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, কচুয়া প্রেসক্লাব সভাপতি মোঃ আতাউল করিম প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিনে এক অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকার চেক ও দুই বান্ডেল ঢেউ টিন বিতরণ করা হয়।