হাবিবুর রহমান ভূঁইয়া:

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে ২০২৫) সকালে শাহরাস্তি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন ফাতেমা ল্যাব এন্ড কন্সালটেশন সেন্টারকে ২৫ হাজার টাকা, দি খান ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও মডার্ন ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত টেকনিশিয়ানের সার্টিফিকেট না থাকায় ও লাইসেন্স হালনাগাদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২-এর ৬(১) ও ৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযুক্তদেরকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও স্যানিটারী ইন্সপেক্টর এবং শাহরাস্তি মডেল থানা পুলিশের উপসহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 

























