ঢাকা 2:29 am, Friday, 18 July 2025

পাকিস্তানের পক্ষে ‘গুপ্তচরবৃত্তি’ করেছেন ভারতীয় নারী ইউটিউবার!

  • Reporter Name
  • Update Time : 11:53:38 pm, Sunday, 18 May 2025
  • 49 Time View

ছবি-সংগৃহিত।

যুদ্ধবিরতিতে আনুষ্ঠানিকভাবে সম্মত হলেও ভারত-পাকিস্তানে উত্তেজনার আগুন এখনো নিভেনি। রাজনৈতিক নেতাদের বক্তব্যে উসকে উঠছে জাতীয়তাবাদ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে চড়াও হচ্ছে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক তাপমাত্রা।

এমন উত্তেজনাকর প্রেক্ষাপটেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন এক ভারতীয় ভ্রমণ ব্লগার- জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী।

পাকিস্তানের সঙ্গে সংবেদনশীল সামরিক তথ্য ভাগাভাগির অভিযোগে ভারতের হরিয়ানার হিসার জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জ্যোতি ইউটিউবে ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি জনপ্রিয় ভ্রমণ চ্যানেল চালাতেন।
ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে ভারতীয় সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য তাদের হাতে তুলে দেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অভিযুক্ত জ্যোতি নিজের দোষ স্বীকার করেছেন এবং পাকিস্তানি অপারেটিভদের সঙ্গে তথ্য আদান-প্রদানের বিষয়টি মেনে নিয়েছেন। তাকে পাঁচ দিনের জন্য পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র বিকাশ কুমার বলেন, জ্যোতিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআরে বলা হয়, ২০২৩ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে গিয়ে জ্যোতি পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে পরিচিত হন। পরে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জ্যোতি পাকিস্তান সফরে গিয়ে আলী এহওয়ান নামের আরেক ব্যক্তির মাধ্যমে পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।
অভিযোগ আছে, এই সময়েই তিনি ভারতের সামরিক ও ভূ-স্থানিক অবস্থান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে তুলে দেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার উদ্দেশ্যে নানা ধরনের প্রচারণায়ও তিনি অংশ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে উত্তেজনার মধ্যে এটি তৃতীয় গ্রেফতার। এর আগে পাঞ্জাব ও হরিয়ানা থেকে আরও ছয়জনকে একই ধরনের অভিযোগে আটক করা হয়েছে, যাদের মধ্যে আছেন এক ছাত্রী ও এক নিরাপত্তারক্ষী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’র গ্রাফিতি

পাকিস্তানের পক্ষে ‘গুপ্তচরবৃত্তি’ করেছেন ভারতীয় নারী ইউটিউবার!

Update Time : 11:53:38 pm, Sunday, 18 May 2025

যুদ্ধবিরতিতে আনুষ্ঠানিকভাবে সম্মত হলেও ভারত-পাকিস্তানে উত্তেজনার আগুন এখনো নিভেনি। রাজনৈতিক নেতাদের বক্তব্যে উসকে উঠছে জাতীয়তাবাদ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে চড়াও হচ্ছে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক তাপমাত্রা।

এমন উত্তেজনাকর প্রেক্ষাপটেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন এক ভারতীয় ভ্রমণ ব্লগার- জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানী।

পাকিস্তানের সঙ্গে সংবেদনশীল সামরিক তথ্য ভাগাভাগির অভিযোগে ভারতের হরিয়ানার হিসার জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জ্যোতি ইউটিউবে ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি জনপ্রিয় ভ্রমণ চ্যানেল চালাতেন।
ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে ভারতীয় সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য তাদের হাতে তুলে দেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অভিযুক্ত জ্যোতি নিজের দোষ স্বীকার করেছেন এবং পাকিস্তানি অপারেটিভদের সঙ্গে তথ্য আদান-প্রদানের বিষয়টি মেনে নিয়েছেন। তাকে পাঁচ দিনের জন্য পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র বিকাশ কুমার বলেন, জ্যোতিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআরে বলা হয়, ২০২৩ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে গিয়ে জ্যোতি পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে পরিচিত হন। পরে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জ্যোতি পাকিস্তান সফরে গিয়ে আলী এহওয়ান নামের আরেক ব্যক্তির মাধ্যমে পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।
অভিযোগ আছে, এই সময়েই তিনি ভারতের সামরিক ও ভূ-স্থানিক অবস্থান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে তুলে দেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার উদ্দেশ্যে নানা ধরনের প্রচারণায়ও তিনি অংশ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে উত্তেজনার মধ্যে এটি তৃতীয় গ্রেফতার। এর আগে পাঞ্জাব ও হরিয়ানা থেকে আরও ছয়জনকে একই ধরনের অভিযোগে আটক করা হয়েছে, যাদের মধ্যে আছেন এক ছাত্রী ও এক নিরাপত্তারক্ষী।