ঢাকা 12:42 pm, Sunday, 20 July 2025

৪০ বছরের ইতিহাসে চাঁদপুর সাহিত্য একাডেমীর প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

  • Reporter Name
  • Update Time : 12:10:04 am, Sunday, 1 June 2025
  • 12 Time View

চাঁদপুর সাহিত্য একাডেমীর ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন হয়।

শনিবার (৩১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ নাজমুল হুদা। ভোটগ্রহণ শেষে ভোটার ও প্রার্থীদের সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চাঁদপুর সাহিত্য একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর সাহিত্য একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদাধিকারবলে জেলা প্রশাসক। নির্বাচনে ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৬জন প্রার্থী। এ দিন এসব ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ৯৭জন। তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় কার্যনির্বাহী পরিষদের ১২ জন।

উল্লেখ্য, কার্যনির্বাহী পরিষদের ১৫ জন নির্বাচনের কথা থাকলেও ইতোপূর্বে প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মহাপরিচালক পদে কবি লেখক ও সম্পাদক কাদের পলাশ। পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান এবং পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক।

কার্যনির্বাহী পরিষদের অন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি আব্দুল্লা হিল কাফী, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশু সাহিত্য) আশিক বিন রহিম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন নুরুন্নাহার মুন্নি, মোকলেসুর রহমান, সুমন কুমার দত্ত, মির্জা জাকির, কবির হোসেন মিজি, মনিরুজ্জামান বাবলু, উজ্জল হোসাইন, মহিউদ্দিন রাসেল, আল আমিন ও নুরুল ইসলাম ফরহাদ।

নির্বাচন পরিচালনাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান সরকার ও সহকারী কমিশনার নাহিদ ইকবাল ।

চাঁদপুর সাহিত্য একাডেমীর ৪০ বছরের ইতিহাসে এবারই প্রথম সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে কার্যনির্বাহী পরিষদ গঠন হয়।

এদিকে ভোট গ্রহণকে কেন্দ্র করে নবীন-প্রবীণ কবি সাহিত্যিকদের উপস্থিতিতে সকাল থেকে সরব হয়ে উঠে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় এলাকা।

ভোটের মাধ্যমে কমিটি নির্বাচনে এদিন উৎসবে মেতে উঠে জেলার তরুণ ও প্রবীণ লেখকরা।

নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত বলেন, নির্বাচিত এ কমিটি সাহিত্য চর্চা আরও বেগবান করবে। এ সময় তিনি নির্বাচন আয়োজনে সাহিত্য একাডেমীর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন আয়োজনে সবার সহযোগিতার বিষয়ে একাডেমী সদস্যদের ধন্যবাদ জানান।

নির্বাচন বিষয়ে চাঁদপুর সাহিত্য একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, নানা চড়াই উৎরাই পেরিয়ে সাহিত্য একাডেমী পেলো নতুন নেতৃত্ব। এ কমিটি চাঁদপুরের সাহিত্যাঙ্গনে সমৃদ্ধি আনবে। সাহিত্যের বিস্তৃতি ঘটাতে উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাদ্রাসা গুলোতে সাহিত্য ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। চাঁদপুর সাহিত্য একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। সবশেষ কমিটি হয় ২০১৩ সালে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কিডনি দান করা সেই স্ত্রীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ স্বামীর

৪০ বছরের ইতিহাসে চাঁদপুর সাহিত্য একাডেমীর প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

Update Time : 12:10:04 am, Sunday, 1 June 2025

চাঁদপুর সাহিত্য একাডেমীর ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন হয়।

শনিবার (৩১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ নাজমুল হুদা। ভোটগ্রহণ শেষে ভোটার ও প্রার্থীদের সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চাঁদপুর সাহিত্য একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর সাহিত্য একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদাধিকারবলে জেলা প্রশাসক। নির্বাচনে ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৬জন প্রার্থী। এ দিন এসব ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ৯৭জন। তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় কার্যনির্বাহী পরিষদের ১২ জন।

উল্লেখ্য, কার্যনির্বাহী পরিষদের ১৫ জন নির্বাচনের কথা থাকলেও ইতোপূর্বে প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মহাপরিচালক পদে কবি লেখক ও সম্পাদক কাদের পলাশ। পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান এবং পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক।

কার্যনির্বাহী পরিষদের অন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি আব্দুল্লা হিল কাফী, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশু সাহিত্য) আশিক বিন রহিম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন নুরুন্নাহার মুন্নি, মোকলেসুর রহমান, সুমন কুমার দত্ত, মির্জা জাকির, কবির হোসেন মিজি, মনিরুজ্জামান বাবলু, উজ্জল হোসাইন, মহিউদ্দিন রাসেল, আল আমিন ও নুরুল ইসলাম ফরহাদ।

নির্বাচন পরিচালনাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান সরকার ও সহকারী কমিশনার নাহিদ ইকবাল ।

চাঁদপুর সাহিত্য একাডেমীর ৪০ বছরের ইতিহাসে এবারই প্রথম সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে কার্যনির্বাহী পরিষদ গঠন হয়।

এদিকে ভোট গ্রহণকে কেন্দ্র করে নবীন-প্রবীণ কবি সাহিত্যিকদের উপস্থিতিতে সকাল থেকে সরব হয়ে উঠে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় এলাকা।

ভোটের মাধ্যমে কমিটি নির্বাচনে এদিন উৎসবে মেতে উঠে জেলার তরুণ ও প্রবীণ লেখকরা।

নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত বলেন, নির্বাচিত এ কমিটি সাহিত্য চর্চা আরও বেগবান করবে। এ সময় তিনি নির্বাচন আয়োজনে সাহিত্য একাডেমীর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন আয়োজনে সবার সহযোগিতার বিষয়ে একাডেমী সদস্যদের ধন্যবাদ জানান।

নির্বাচন বিষয়ে চাঁদপুর সাহিত্য একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, নানা চড়াই উৎরাই পেরিয়ে সাহিত্য একাডেমী পেলো নতুন নেতৃত্ব। এ কমিটি চাঁদপুরের সাহিত্যাঙ্গনে সমৃদ্ধি আনবে। সাহিত্যের বিস্তৃতি ঘটাতে উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাদ্রাসা গুলোতে সাহিত্য ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। চাঁদপুর সাহিত্য একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। সবশেষ কমিটি হয় ২০১৩ সালে।