চাঁদপুরের হাজীগঞ্জে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের বেপরী বাড়ী থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।
নিহত গৃহবধু ফাতেমা আকতার প্রিয়া হাটিলা পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুরুল ইসলাম সর্দারের মেয়ে। ৬ বছর পূর্বে প্রেম করে বিয়ে করেন আপন খালাতো ভাই বাকিলা ইউনিয়নের ফুলছোয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আল আমিনকে। বিয়ের পর আল আমিন জীবীকার সন্ধানে বিদেশ চলে যায়। ১৫/১৬ দিন হবে বাড়ীতে এসেছে। বাড়ীতে আসার পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
প্রিয়ার বাবা নুরুল ইসলাম সর্দার সংবাদকর্মীদের জানান, শনিবার দিবাগত রাতে প্রিয় ফোন করে সকালে আমাদের আসতে বলেছে। সকালে প্রিয়ার স্বামীর মোবাইল নম্বর বা জামাইয়ের নম্বরে ফোন করেও ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সকাল ৯টার দিকে ফোন করে জানানো প্রিয় স্ট্রক করে মৃত্যুবরণ করেছে। আমরা এখানে এসে দেখি প্রিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। ধারণা করছি প্রিয়াকে মারধর করে হত্যা করা হয়েছে।
বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, ঘটনাটি শোনার পর পরই পুলিশকে ফোনে জানানো হয়েছে। স্থানীয়রা আমাকে জানিয়েছে গলাফ ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল মুকুর চাকমা।
তিনি মুঠোফোনে জানান, লাশ ময়নাতদন্তের পর জানাযাবে এটি হত্যা না আত্মহত্যা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, মৃতদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।