চাঁদপুরের কচুয়ায় “হোমিওপ্যাথি ওষুধ সরবরাহের আড়ালে মাদক ব্যবসার দায়ে কচুয়া বাজার থেকে বিপুল পরিমাণ হোমিওপ্যাথি স্পিরিট অ্যালকোহল সহ ১ জনকে আটক করেছে র্যাব-১১।
১৩ জুলায় (রবিবার) চাঁদপুরের কচুয়া থানা এলাকায় স্পেশাল টহল ডিউটিকালীন সময়ে দিবাগত রাত্রি আনুমানিক ০১:২০ ঘটিকার সময় কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস এলাকায় অবস্থানকালে গোপন সূত্রের সংবাদে কতিপয় অসাধু ব্যক্তি চাঁদপুর জেলার কচুয়া থানাধীন কচুয়া পোষ্ট অফিস সংলগ্ন আলেয়া বেগম এর চার তলা বিল্ডিং এর নিচতলার ভাড়া বাসায় হোমিপ্যাথি ঔষধের আড়ালে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
তাৎক্ষনিক বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে আবু সালেহ (২৪), পিতা- মোঃ জাকির হোহেন, সাং-দেউলিয়া, ডাকঘর-দেউলিয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী’কে আটক করা হয়।
আটককৃতকে পালানোর কারন জিজ্ঞাসা করিলে সে কোন সদুত্তর দিতে না পরায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তি ও তার ভাড়া বাসা তল্লাশী করে ১৩৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য হোমিওপ্যাথি স্পিরিট (Alcohol-90%) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত এ্যালকোহলযুক্ত মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখেছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাদেরকে চাঁদপুর জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।