চাঁদপুরের হাজীগঞ্জে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ বলাখাল-রামপুর সড়কের রাস্তাটি। নিজ উদ্যোগে মেরামত করে প্রশংসায় ভাসছেন ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা স্বপন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার বলাখাল-রামপুর সড়কে বড় বড় গর্তে ইট ও বালু দিয়ে রাস্তার মেরামত করা হয়। এতে দুর্ভোগ লাঘব হয় ওই এলাকার সহ আশপাশের প্রায় হাজার হাজার মানুষের। এ সময় ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন নিজে উপস্থিত থেকে শ্রমিকদের কাজে দিকনির্দেশনা দেন এবং সাথে নিজেও মেরামতের কাজে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান,চেয়ারম্যান সাহেব নিজ উদ্যোগে এই রাস্তাটি মেরামত করছেন। পাশাপাশি নিজে শ্রমিকদের সাথে থেকে কাজ করেছেন। এর চেয়ে খুশির সংবাদ আর কী হতে পারে। আমরা চাই, আগামী দিনগুলোতেও তিনি জনগণের সঙ্গে থাকুক।
সিএনজি ড্রাইভার মো.কবির হোসেন বলেন, আমি সিএনজি চালক ভাড়া নিয়ে প্রতিদিন হাজীগঞ্জ থেকে রামপুর বাজারে আসতে হয়। বলাখাল হতে রামপুর বাজার পর্যন্ত রাস্তায় কাদা ও ছোট বড় গর্ত থাকার কারেণ খুব দুর্ভোগ পোহাতে হতো। আজকে রাস্তার সংস্কার কাজ করা দেখে খুব ভালো লেগেছে। আমি সিএনজি ড্রাইভারদের পক্ষে থেকে ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন ভাইকে ধন্যবাদ জানাই।
চেয়ারম্যান স্বপন বলেন,বৃষ্টির কারণে সড়কে বড় গর্ত তৈরি হয়েছে। জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে মেরামতের কাজ করেছি। মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব।আমি বিষয়টি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়েদ হোসেন স্যারকে জানাই। স্যারের নির্দেশে আমি রাস্তা মেরামতের উদ্যোগ নেই। এই রাস্তা মেরামতের মধ্য দিয়ে মানুষের দূর্ভোগ লাগবে আমার এই ক্ষুদ্র চেষ্টায়।