মাত্র আট বছর বয়স। তবু চোখে-মুখে অদম্য এক নিষ্ঠার ছাপ। আর সেই নিষ্ঠারই ফল মাত্র ৫ মাস ২৫ দিনে পবিত্র কোরআন শরিফ সম্পূর্ণ মুখস্থ করে হাফেজ হলো শাহরাস্তির শিশু শিক্ষার্থী ছায়েদুজ্জামান তানভীর।
শনিবার (২৬ জুলাই) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কুরআন মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তানভীরকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
তানভীর ওই মাদ্রাসার ছাত্র। তার বাবা মোহাম্মদ নূরুন্নবী একজন পান বিক্রেতা। পরিবারের স্বল্প সামর্থ্যের মাঝেও ছেলের এই সাফল্যে আনন্দে আপ্লুত তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা আবু নছর আশরাফি। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, এবং শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, “তানভীর অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছেলেটি। সে অসাধারণ মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে মাত্র পাঁচ মাস ২৫ দিনে পুরো কোরআন শরিফ হিফজ করেছে। আমাদের প্রতিষ্ঠান থেকে এর আগেও মাত্র চার মাসে একজন ছাত্র হাফেজ হয়েছিল।”
এই অর্জন শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা করছেন এলাকাবাসী ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।