শাহরাস্তিতে জুলাই পুনর্জাগরণে সমাজ সেবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জুলাই শনিবার ওই উপলক্ষে শাহরাস্তি সমাজসেবা ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এক শপথ গ্রহণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ৯টায় জাতীয় পর্যায়ের সঙ্গে শাহরাস্তি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একযোগে অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা ।
তিনি বক্তব্য বলেন, যুব সমাজকে পরিবর্তনের উদ্যোগ রাষ্ট্রের সাথে এই যুবসমাজকে নিতে হবে। তাহলেই দেশের কাঙ্ক্ষিত অর্জনসফল হবে। আজ সবাইকে এই দীপ্ত শপথ নিতে হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হাসান, আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সহ সভাপতি মোঃ মাসুদ রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় শাহরাস্তির কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় গনমাধ্যাম কর্মী, সুশীল সমাজ, তরুণ সংগঠক ও শিক্ষক-শিক্ষার্থীরাও এ শপথ গ্রহণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।