ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রী হত্যা মামলায় চাঁদপুরের আ.লীগ নেতা জহির আবারো কারাগারে

অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম

চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম মিজিকে স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি হত্যা মামলায় আবারো কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল (১) এর বিচারক আমিরুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ৪ জুন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জহিরুল ইসলামের স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসায় হত্যার শিকার হন। ওই ঘটনায় ফেন্সির ভাই মো. ফোরকান উদ্দিন খাঁন বাদি হয়ে ৫ জুন চাঁদপুর সদর মডেল থানায় মামলা করে। ওই মামলায় অ্যাড. জহিরুল ইসলামসহ ৪জনকে এজহারভুক্ত আসামী এবং অজ্ঞাতনামা আসামী করা হয়।

মামলার প্রধান আসামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ৬ জুন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওই মামলায় তারা কারাভোগ করে জামিনে মুক্ত হয়। ওই সময় বিচারক অ্যাডভোকেট জহিরকে চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিন দেয়। আজ চার্জ গঠন করে শুনানির দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে এই মামলাটি তদন্ত শেষে তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ২০১৮ সালের ২৪ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, আসামী জহিরুল ইসলাম চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিনে ছিলেন। আজকে শুনানি হয়েছে। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটির স্বাক্ষ্য গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

১০ম গ্রেডসহ ৫ দফা দাবী বাস্তবায়নে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান

স্ত্রী হত্যা মামলায় চাঁদপুরের আ.লীগ নেতা জহির আবারো কারাগারে

Update Time : ১১:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম মিজিকে স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি হত্যা মামলায় আবারো কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল (১) এর বিচারক আমিরুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ৪ জুন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জহিরুল ইসলামের স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসায় হত্যার শিকার হন। ওই ঘটনায় ফেন্সির ভাই মো. ফোরকান উদ্দিন খাঁন বাদি হয়ে ৫ জুন চাঁদপুর সদর মডেল থানায় মামলা করে। ওই মামলায় অ্যাড. জহিরুল ইসলামসহ ৪জনকে এজহারভুক্ত আসামী এবং অজ্ঞাতনামা আসামী করা হয়।

মামলার প্রধান আসামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ৬ জুন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওই মামলায় তারা কারাভোগ করে জামিনে মুক্ত হয়। ওই সময় বিচারক অ্যাডভোকেট জহিরকে চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিন দেয়। আজ চার্জ গঠন করে শুনানির দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে এই মামলাটি তদন্ত শেষে তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ২০১৮ সালের ২৪ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, আসামী জহিরুল ইসলাম চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিনে ছিলেন। আজকে শুনানি হয়েছে। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটির স্বাক্ষ্য গ্রহণ করা হবে।