ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নালিশী ভূমির উপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৮৬ Time View

চাঁদপুরের হাজীগঞ্জে নালিশী ভূমির উপর স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছেন আদালত।

মহামান্য আপীল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩৭৬৫/২৫নং এর বিগত ১৯/১১/২০২৫ইং এর আদেশ মোতাবেক উভয় পক্ষকে নালিশী ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য হাইকোর্টের আপিল বিভাগ নির্দেশ প্রদান করেছেন।

আগামী ২৫ জানুয়ারী ২০২৬ পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

তারই আলোকে চাঁদপুর ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ এর বিজ্ঞ বিচারক ফারহানা লোকমান অত্র আদালতের দেওয়ানী ৯/২০২২ নং মোকদ্দমার আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। যার স্মারক নং ২২৬, তারিখ ২৭/১১/২০২৫। এরই পরিপ্রেক্ষিতে

গত ২৮ নভেম্বর (শুক্রবার) বিকেলে হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৭.১৮ একর নালিশী ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখতে পক্ষগণকে নোটিশ প্রদান করেন।

মামলা সূত্রে জানাযায়, ২১৩নং মকিমাবাদ মৌজার সিএস খতিয়ান নং ১৩৯, ২৬৬, ২৯৬ এসএ খতিয়ান নং ২২১, ২২২, ২২৩, ৪১৯ ও ৪৬৭, বিএস ৬২৩, ২১৯৯, ২৫০৯, ২১৮৯, ২১৯০ খতিয়ান ভুক্ত দাগ নং ৫৭৮, ৫৭৯, ৫৮১, ৫৮০, ৫৭৬, ৫৭৭, বিএস ২৩৬৬, ২৩৭২, ২৩৮২, ২৮৪৫, ২৩৭৫, ২৩৭৬, ২৩৮২, ২৮৩ দাগে .৬৭৫০ একর ভুমি গত ১৫/৫/১৯৮৪ ইং বায়নাপত্রে মুলে মোট ৬.১৩  একর সম্পত্তির হিস্যা ১৫০ শতাংশ মকিমাবাদ গ্রামের কৃষ্ণ দাস মন্ডল ওরপে কৃষ্ণ চন্দ্র মন্ডল একমাত্র ওয়ারিশ পুত্র হিসেবে নারায়ণ চন্দ্র মন্ডল ওরপে নারায়ন প্রসাদ মন্ডল থেকে ভূমি বায়না সূত্রে মালিক হন বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের মৃত আবদুল রহমানের ছেলে বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত চাঁদপুর এর দেওয়ানি স্বত্ত্ব ১৪/২০২১নং মোকদ্দমার রায় ও ডিক্রি জারি ০১/২০২১ নং মোকদ্দমার বিবাদী দায়িক মৃত নারায়ণ চন্দ্র ম-ল ওরপে নারায়ন প্রসাদ মন্ডল পক্ষে তার ২ ছেলে বিশ্বনাথ মন্ডল ও শ্যামল কৃষ্ণ মন্ডল হাজীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে মৃত্যু আবুল কালাম আজাদের ওয়ারিশ তার স্ত্রী সাহিদা বেগম, ছেলে মোহাম্মদ সাইফুল মালিক, মেহেদি হাছান, মো. কামরুল হাছান, মেয়ে ফাতেমা তুজ জোহরা মনিকা ১৫০ শতাংস ভূমি যার দলিল নং ৬৯১৯, সাব-কবলা প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরের একক ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব আমাকে মুগ্ধ করেছে-জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

হাজীগঞ্জে নালিশী ভূমির উপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা

Update Time : ১২:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে নালিশী ভূমির উপর স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছেন আদালত।

মহামান্য আপীল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩৭৬৫/২৫নং এর বিগত ১৯/১১/২০২৫ইং এর আদেশ মোতাবেক উভয় পক্ষকে নালিশী ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য হাইকোর্টের আপিল বিভাগ নির্দেশ প্রদান করেছেন।

আগামী ২৫ জানুয়ারী ২০২৬ পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

তারই আলোকে চাঁদপুর ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ এর বিজ্ঞ বিচারক ফারহানা লোকমান অত্র আদালতের দেওয়ানী ৯/২০২২ নং মোকদ্দমার আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। যার স্মারক নং ২২৬, তারিখ ২৭/১১/২০২৫। এরই পরিপ্রেক্ষিতে

গত ২৮ নভেম্বর (শুক্রবার) বিকেলে হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৭.১৮ একর নালিশী ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখতে পক্ষগণকে নোটিশ প্রদান করেন।

মামলা সূত্রে জানাযায়, ২১৩নং মকিমাবাদ মৌজার সিএস খতিয়ান নং ১৩৯, ২৬৬, ২৯৬ এসএ খতিয়ান নং ২২১, ২২২, ২২৩, ৪১৯ ও ৪৬৭, বিএস ৬২৩, ২১৯৯, ২৫০৯, ২১৮৯, ২১৯০ খতিয়ান ভুক্ত দাগ নং ৫৭৮, ৫৭৯, ৫৮১, ৫৮০, ৫৭৬, ৫৭৭, বিএস ২৩৬৬, ২৩৭২, ২৩৮২, ২৮৪৫, ২৩৭৫, ২৩৭৬, ২৩৮২, ২৮৩ দাগে .৬৭৫০ একর ভুমি গত ১৫/৫/১৯৮৪ ইং বায়নাপত্রে মুলে মোট ৬.১৩  একর সম্পত্তির হিস্যা ১৫০ শতাংশ মকিমাবাদ গ্রামের কৃষ্ণ দাস মন্ডল ওরপে কৃষ্ণ চন্দ্র মন্ডল একমাত্র ওয়ারিশ পুত্র হিসেবে নারায়ণ চন্দ্র মন্ডল ওরপে নারায়ন প্রসাদ মন্ডল থেকে ভূমি বায়না সূত্রে মালিক হন বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের মৃত আবদুল রহমানের ছেলে বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত চাঁদপুর এর দেওয়ানি স্বত্ত্ব ১৪/২০২১নং মোকদ্দমার রায় ও ডিক্রি জারি ০১/২০২১ নং মোকদ্দমার বিবাদী দায়িক মৃত নারায়ণ চন্দ্র ম-ল ওরপে নারায়ন প্রসাদ মন্ডল পক্ষে তার ২ ছেলে বিশ্বনাথ মন্ডল ও শ্যামল কৃষ্ণ মন্ডল হাজীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে মৃত্যু আবুল কালাম আজাদের ওয়ারিশ তার স্ত্রী সাহিদা বেগম, ছেলে মোহাম্মদ সাইফুল মালিক, মেহেদি হাছান, মো. কামরুল হাছান, মেয়ে ফাতেমা তুজ জোহরা মনিকা ১৫০ শতাংস ভূমি যার দলিল নং ৬৯১৯, সাব-কবলা প্রদান করেন।