বর্ণাঢ্য আয়োজনে নেচে গেয়ে ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শাহরাস্তিতে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মদিন।
১৬ আগস্ট (শনিবার) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী গোপাল জিওর আখড়া থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে, মেহের কালিবাড়ী প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী গোপাল জিও এর আখড়ায় শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার পিপিএম বার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবু রনজিৎ দে (হারাধন) সাধারণ সম্পাদক মানিক বণিক,পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, শ্রীশ্রী গোপাল জিও আখড়ার সাধারণ সম্পাদক কৃষ্ণকান্ত,শ্রী শ্রী গোপাল জিও আখড়ার সাংগঠনিক সম্পাদক লিটন দে, শ্রী শ্রী মেহের কালীবাড়ি কার্যকরী সংসদের উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বাবু উত্তম পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র মাধু,