দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা বৃদ্ধি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু নাছির।
কচুয়া উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মো. সোলেমান মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.আজিজুল ইসলাম,দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক অভিজিৎ দে,উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহের রানা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,উপজেলা খাদ্য পরিদর্শক কর্মকর্তা আব্দুল আউয়াল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ,সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ভূইঁয়ারা উচ্চ বিদ্যালয়। আর রানার্স আপ হন কচুয়া ক্যামব্রিয়ান স্কুল।