ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় পূর্ব শত্রুতা জের ধরে গবাদি পশুকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ

কচুয়ায় পূর্ব শত্রুতা জের ধরে গবাদি পশুকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ

কচুয়ায় পূর্ব শত্রুতা জের ধরে গবাদি পশুকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনা ভুক্তভোগী ওই গ্রামের মুন্সি বাড়ির জামাল হোসেন গত ২৩ আগস্ট শনিবার কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, ওই গ্রামের আবিদ আলী মুন্সির ছেলে জামাল হোসেনের সাথে একই বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন ও নুরুল আলম গংদের সঙ্গে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই শত্রুতার  জের ধরে গত ২৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টার সময় মোঃ ফারুক হোসেন ও নুরুল ইসলাম পূর্ব পরিকল্পিত ভাবে জামাল হোসেনের গোয়াল ঘরে প্রবেশ করে অসৎ উদ্দেশ্যে গোয়াল ঘরে থাকা এক লক্ষ ৪২ হাজার টাকার মূল্যের একটি গাভী গরুর ঘাড়, কানে এলোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বাদীর স্ত্রী হাজেরা বেগম, পুত্রবধু মরিয়ম বেগম দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বিবাদী ফারুক হোসেন ও নুরুল ইসলাম, রাশেদা বেগম ও রেহেনা বেগম বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ সুযোগমত পেলে বড় ধরনের খুন জখম করবে বলে প্রকাশ্যে হুমকি ধামকি প্রদর্শন করে দৌড়ে পালিয়ে যায়।

অভিযোগে আরো উল্লেখ করে বাদী জামাল হোসেন বলেন,বিবাদীদের সাথে জমি জমা নিয়ে আমার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে। ওই জের ধরে আমার পরিবার পরিজনদের ক্ষতি সাধণ করার অপচেষ্টায় লিপ্ত থাকে বিবাদী ফারুক হোসেন ও নুরুল আলম গংরা । তারা আমাকে ও আমার পরিবার পরিজনদেরকে দেখলেই অশ্লীল ভাষায় গালমন্দসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধামকি প্রদর্শন করে থাকেন। বিবাদী ফারুক হোসেন ইতিপূর্বে কয়েক বার আমাকে মারধর করার জন্য দা, লাঠিসোঠা বটি নিয়ে নিয়ে দৌড়ে আসে। বিবাদীদের অত্যাচারে আমার পরিবার পরিজন নিয়ে বাড়ীতে বসবাস করতে কষ্টকর। আমি উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি। বিবাদী ফারুক হোসেন ও নুরুল আলম বক্তব্য জানতে তাদের বাড়িতে গেলে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.আজিজুল ইসলাম জানান, ভুক্তোভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল অবরুদ্ধ

কচুয়ায় পূর্ব শত্রুতা জের ধরে গবাদি পশুকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ

Update Time : ১০:৫৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

কচুয়ায় পূর্ব শত্রুতা জের ধরে গবাদি পশুকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনা ভুক্তভোগী ওই গ্রামের মুন্সি বাড়ির জামাল হোসেন গত ২৩ আগস্ট শনিবার কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, ওই গ্রামের আবিদ আলী মুন্সির ছেলে জামাল হোসেনের সাথে একই বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন ও নুরুল আলম গংদের সঙ্গে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই শত্রুতার  জের ধরে গত ২৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টার সময় মোঃ ফারুক হোসেন ও নুরুল ইসলাম পূর্ব পরিকল্পিত ভাবে জামাল হোসেনের গোয়াল ঘরে প্রবেশ করে অসৎ উদ্দেশ্যে গোয়াল ঘরে থাকা এক লক্ষ ৪২ হাজার টাকার মূল্যের একটি গাভী গরুর ঘাড়, কানে এলোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বাদীর স্ত্রী হাজেরা বেগম, পুত্রবধু মরিয়ম বেগম দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বিবাদী ফারুক হোসেন ও নুরুল ইসলাম, রাশেদা বেগম ও রেহেনা বেগম বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ সুযোগমত পেলে বড় ধরনের খুন জখম করবে বলে প্রকাশ্যে হুমকি ধামকি প্রদর্শন করে দৌড়ে পালিয়ে যায়।

অভিযোগে আরো উল্লেখ করে বাদী জামাল হোসেন বলেন,বিবাদীদের সাথে জমি জমা নিয়ে আমার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে। ওই জের ধরে আমার পরিবার পরিজনদের ক্ষতি সাধণ করার অপচেষ্টায় লিপ্ত থাকে বিবাদী ফারুক হোসেন ও নুরুল আলম গংরা । তারা আমাকে ও আমার পরিবার পরিজনদেরকে দেখলেই অশ্লীল ভাষায় গালমন্দসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধামকি প্রদর্শন করে থাকেন। বিবাদী ফারুক হোসেন ইতিপূর্বে কয়েক বার আমাকে মারধর করার জন্য দা, লাঠিসোঠা বটি নিয়ে নিয়ে দৌড়ে আসে। বিবাদীদের অত্যাচারে আমার পরিবার পরিজন নিয়ে বাড়ীতে বসবাস করতে কষ্টকর। আমি উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি। বিবাদী ফারুক হোসেন ও নুরুল আলম বক্তব্য জানতে তাদের বাড়িতে গেলে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.আজিজুল ইসলাম জানান, ভুক্তোভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।