শাহরাস্তি উপজেলায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে “ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান
ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় এই সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আকলিমা জাহান বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মাইকিং, প্রচার ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে।
”এসময় উপস্থিত ছিলেন—ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের শাহরাস্তি উপজেলা প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন পলক,ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের (সিসিএইচ) অফিসার মিজানুর রহমান,শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফ্যায়দুল্ল্যাহ মিয়া।
এছাড়াও ক্লিনিং ক্যাম্পেইনে অংশ নেয় শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা গাজী নাভিদ ইশতিয়াক, কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় যুব স্বেচ্ছাসেবীরা।