ঃশাহরাস্তি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবৎসরে রাজস্ব বাজেটের আওতায় ৭ টি জলাশয়ে ৩ শত ১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২৭ আগষ্ট বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুরে এ মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাহান কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা প্রমুখ। রাজস্ব বাজেটের আওতায় উপজেলার সূচীপাড়া ব্রীজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে ১ শত ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। ৬ টি প্রাতিষ্ঠানিক পুকুর উপজেলা পরিষদ পুকুর,শাহরাস্তি থানা পুকুর, ফায়ার সার্ভিস স্টেশন পুকুর, নোয়াগাঁও এতিমখানা পুকুর, কালিবাড়ী খাস পুকুর, ও শাহরাস্তি মাজার সংলগ্ন পুকুরে ১ শত ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।