বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর ১৫শত শুভ জন্মদিন উপলক্ষে কচুয়ায় সর্ববৃহৎ ১২তম (একযুগ) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ.)-এর জশনে জুলুস উদযাপন করা হয়েছে। জুলুস শুরু হলে হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অংশগ্রহণকারীদের হাতে ও মাথায় ছিল সবুজ রঙের কালিমা লেখা পতাকা। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ। জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি কড়ইয়া ইউনিয়ন শাখার আয়োজনে শনিবার দুপুর ২টায় নলুয়া বাজার হাসপাতালে মাঠ থেকে বিশাল র্যালী বের হয়ে সাহেদাপুর, দৌলতপুর,মনোহরপুর, কচুয়া-রহিমানাগর সড়ক প্রদক্ষিণ শেষে নলুয়া বাজার এসে প্রথম অধিবেশন সমাপ্তি ঘটে। র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খতিব,শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক, সামাজিক সংগঠন ও রাজনীতিবিদসহ এলাকার সর্বস্তারের হাজার হাজার নবী (দ:) প্রেমিক মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহ করেন।
দ্বিতীয় অধিবেশনে পরবর্তীতে বাদ আসর পর নলুয়া বাজারে বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (মা.জি.আ)। প্রধান বক্তার বয়ান রাখেন, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সাবেক লেকচারার ড.মাওলানা মোঃ সাইফুল ইসলাম আযহারী। জশনে জুলুস উদ্বোধন করেন,মনোরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী। বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান রাখেন, প্রিন্সিপাল হাফেজ ক্বারী মুফতি সৈয়দ আলাউদ্দিন আযহারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উদযাপন কমিটির সভাপতি ও উপাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী, সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ পাটওয়ারী। এসময় দেশ বরন্যে আলেমেদীন,কড়ইয়া ইউনিয়ন জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।