কচুয়ার সরকারি ডিগ্রী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি জমকালোভাবে অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আজহারুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রভাষক আল-মেশকাতুন নাহার ও আশিকুর রহমান মজুমদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের প্রভাষক আফরোজুন নাহার, ইংরেজি বিভাগের প্রভাষক সোলাইমান মেহেদী,হিসাব বিজ্ঞানের প্রভাষক মাকসুদা আক্তার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভা আক্তার,দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সীফা আক্তার, আমেনা আক্তার। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রহীমা আক্তার,গীতা পাঠ করেন পূজা রানী।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করা হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে।
এ সময় শিক্ষার্থীদের মাঝে এক উৎসবের আমেজ তৈরি হয়। বিশেষ করে, ওরিয়েন্টেশন ক্লাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ। কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগে নবাগত শিক্ষার্থীরা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হতে পারে, এমনটাই প্রত্যাশা স্থানীয় শিক্ষা মহলের।