কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার আলিম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফাযিল (পাস ও অনার্স) ও কামিল শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসার মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম ফখরুদ্দিনের সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান পাঠান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান,হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান,সহকারি অধ্যাপক নুরুজ্জামান,মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন ,মাওলানা আ.ন.ম ইউসুফ, নুর আহমদ আজাদ, ইংরেজী প্রভাষক শাখাওয়াত হোসেন, আরবি শিক্ষক রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মাদরাসার উজ্জল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না, সবাইকে দেশপ্রেমিক হতে হবে। দেশ ও জাতির স্বার্থে নিজেকে উজাড় করে দিতে হবে। জাতিকে দূর্নীতিমুক্ত করতে নতুন প্রজম্মকে নৈতিকতা অর্জন করতে হবে।