বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ জন্মদিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোরপুর তৈয়্যবিয়া নুরীয়া সুন্নিয়া মাদ্রাসার ও হিফজ শাখার আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অনলাইন এ অফলাইন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও জশনে জুলুস আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসার মিলনায়তনে ইসলামী সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে ওইদিন দুপুরে জশনে জুলুসের বিশাল র্যালী বের হয়ে মনোরপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ছানাউল্লাহ নুরীরের সভাপতিত্বে ও সমাজসেবক ইমতিয়াজ আহমেদ রাব্বির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. আতাউল করিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম মালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক শিক্ষক মাওলানা শহীদ উল্লাহ, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মোঃ আব্দুল রহিম, বাসাবাড়িয়া হাসান আলী স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, বিশিষ্ট সমাজসেবক গাজী হানিফ, জহিরুল ইসলাম মাসুদ, দিদার পাটোয়ারী,মাসুদ আলম, মোঃ লাদেম মিয়াজী প্রমুখ । এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ার মনোরপুর তৈয়্যবিয়া নুরীয়া সুন্নিয়া মাদ্রাসার ও হিফজ শাখার আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ ।