ঢাকা 12:15 pm, Thursday, 16 October 2025

মতলবে পৌরসভার অনুমোদনবিহীন বহুতল ভবন নির্মানের অভিযোগ

oplus_0

মতলব পৌর শহরের মধ্য কলাদীতে গৌতম সাহা চার বছর ধরে অনুমোদনবিহীন, নিয়মবহির্ভূতভাবে বহুতল ভবনের নির্মান কাজ করার অভিযোগ পাওয়া গেছে। পৌর কর্তৃপক্ষ সম্পূর্ণ নিরব ভুমিকা পালন করছেন। যেন অনিয়ম দেখার কেউ নেই। এ নিয়ে পৌর প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন একই এলাকার তাপস কুমার সাহা।

১৯ ও ২০ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, গৌতম সাহা পৌরসভার অনুমোদন ও নিয়মবহিভর্‚তভাবে বহুতল ভবন নির্মান করছেন। তার কাছে বহুতল ভবন নির্মাণের জন্য পৌরসভার কোন কাগজপত্র নেই। তিনি বলছেন, বহুতল ভবন নির্মাণ করতে কোন কাগজপত্রের প্রয়োজন নেই। চার বছর ধরে ভবনের কাজ করছি, কোন সমস্যা হচ্ছে না।

তাপস কুমার লিখিত অভিযোগে জানান, তাদের পৈত্রিক, ওয়ারিশ ও দানপত্র দলিল মূলে ১৫ শতাংশ ভ‚মি ক্রয় করে দীর্ঘ বছর বসবাস করছেন। তাদের ঘরের পশ্চিম দক্ষিন পাশে কলাদী মৌজায় পৌরসভার অনুমোদন না নিয়ে ও নিয়মবহিভর্‚তভাবে ভবন করছেন। সার্ভেয়ার দ্বারা মাপঝোপ করলেও গৌতম কুমার সাহা তাহা মানছেন না। পৌরসভার অনুমোদন ও পৌর নিয়ম অনুযায়ী ভবন করেনি বলে বাধা দিয়েছি।

ভবন নির্মানকারী গৌতম সাহা জানান, চার বছর যাবৎ বহুতল ভবনের কাজ করছি। পূর্বের কর্তৃপক্ষের মৌখিক অনুমোদন নিয়েছি।

পৌর প্রশাসক মো. আমজাদ হোসেন বলেন, অভিযোগের কপি আমার কাছে পৌছেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তারেক রহমান আগামীর বাংলাদেশে নারীদের সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করবেন, এম,এ শুক্কুর পাটোয়ারী 

মতলবে পৌরসভার অনুমোদনবিহীন বহুতল ভবন নির্মানের অভিযোগ

Update Time : 10:58:26 pm, Saturday, 20 September 2025

মতলব পৌর শহরের মধ্য কলাদীতে গৌতম সাহা চার বছর ধরে অনুমোদনবিহীন, নিয়মবহির্ভূতভাবে বহুতল ভবনের নির্মান কাজ করার অভিযোগ পাওয়া গেছে। পৌর কর্তৃপক্ষ সম্পূর্ণ নিরব ভুমিকা পালন করছেন। যেন অনিয়ম দেখার কেউ নেই। এ নিয়ে পৌর প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন একই এলাকার তাপস কুমার সাহা।

১৯ ও ২০ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, গৌতম সাহা পৌরসভার অনুমোদন ও নিয়মবহিভর্‚তভাবে বহুতল ভবন নির্মান করছেন। তার কাছে বহুতল ভবন নির্মাণের জন্য পৌরসভার কোন কাগজপত্র নেই। তিনি বলছেন, বহুতল ভবন নির্মাণ করতে কোন কাগজপত্রের প্রয়োজন নেই। চার বছর ধরে ভবনের কাজ করছি, কোন সমস্যা হচ্ছে না।

তাপস কুমার লিখিত অভিযোগে জানান, তাদের পৈত্রিক, ওয়ারিশ ও দানপত্র দলিল মূলে ১৫ শতাংশ ভ‚মি ক্রয় করে দীর্ঘ বছর বসবাস করছেন। তাদের ঘরের পশ্চিম দক্ষিন পাশে কলাদী মৌজায় পৌরসভার অনুমোদন না নিয়ে ও নিয়মবহিভর্‚তভাবে ভবন করছেন। সার্ভেয়ার দ্বারা মাপঝোপ করলেও গৌতম কুমার সাহা তাহা মানছেন না। পৌরসভার অনুমোদন ও পৌর নিয়ম অনুযায়ী ভবন করেনি বলে বাধা দিয়েছি।

ভবন নির্মানকারী গৌতম সাহা জানান, চার বছর যাবৎ বহুতল ভবনের কাজ করছি। পূর্বের কর্তৃপক্ষের মৌখিক অনুমোদন নিয়েছি।

পৌর প্রশাসক মো. আমজাদ হোসেন বলেন, অভিযোগের কপি আমার কাছে পৌছেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।