বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহছানুল হক মিলনের সমর্থনের আয়োজনে ওই ইউনিয়নের হাসিমপুর গ্রামের উত্তরপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জফুর সভাপতিত্বে বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম মাস্টার।
ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম পাটোয়ারী,সাধারণ সম্পাদক মোঃ আবু আব্দুল্লাহ নয়ন, দুবাই শাখার বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিয়াজী,উপজেলা বিএনপির সদস্য তাবারক উল্যাহ, শহীদ উল্লাহ মিয়াজী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু,সমাজসেবক আব্দুল মজিদ মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আতিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বজলুর রহমান,ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, যুবদল নেতা মোঃ জালাল হোসেন,ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,প্রচার সম্পাদক মোঃ মাসুম,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ এলাহী সুভাষ বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কচুয়ার বিএনপির অভিভাবক ড.আনম এহছানুল হক মিলন ভাইয়ের পক্ষ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীর রাষ্ট্র নায়ক ও তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের দলের দুর্দিনের নেতা মিলন ভাইকে ধানের শীষের প্রতীক দিয়ে কচুয়াবাসীকে উপহার দিবে ইনশাল্লাহ।
শিরোনাম:
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক
-
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
- Update Time : 12:12:00 am, Monday, 29 September 2025
- 24 Time View

কচুয়ায় ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক বক্তব্য রাখছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।
Tag :
Popular Post