কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামের জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চৌমুহনী বাজারের ওই ইউনিয়নের ২ ও ৩ ওয়ার্ডের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়ার আসনের সংসদ সদস্য প্রার্থী ও হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী।
এসময় তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের সকল দেশপ্রেমিক অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধে নেমে পড়ে পাকিস্তানের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, অনেক মা-বোনদের ইজ্জত কেড়ে নিয়েছে পাকিস্তান। যারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধাদের একটা স্বপ্ন ছিলো, লেখাপড়া করে ছেলে-মেয়েরা চাকরি পাবে, কথার বলার বাক-স্বাধীনতা পিরে পাবে, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে যাওয়া পর আমরা কি সেই সোনার বাংলাদেশ আজও পেয়েছি। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চায়। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানুষের অধিকার ফিরে পেতে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যারা ক্ষমতা আসলে এই দেশের মানুষ নিরাপদ থাকতে পারবে, তাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আগামী সংসদের প্রতিনিধিত্ব করাবেন।
তিনি আরো বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতে এদেশের ১৮ কোটি মানুষ একমাত্র নিরাপদ। কচুয়া উপজেলাকে একটি মডেল উপজেলা গঠন করার জন্য আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের স্বপ্নের আমরা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি । কচুয়ার উত্তর থেকে দক্ষিণ সর্বোত্রী জামায়েত ইসলামের দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।
ইউনিয়ন আমির মাওলানা আবু জাফরের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জামায়েত নেতা মাও.সিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর আমির শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজলী,সাবেক আমির আমিনুল হক মীর আযহারী,কাদলা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তব্য রাখেন,ওয়ার্ডের আমির হাফেজ মাও.মাজারুল ইসলাম, মো.শহিদ উল্লাহ, সেক্রেটারী মাস্টার মোহাম্মদ নেওয়ামত উল্লাহ,মাও.আব্দুল কাদের প্রমুখ।
এসময় জামায়েত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।