হাজীগঞ্জে বাড়ীর মালিক কর্তৃক ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাড়ীর মালিক মকিমাবাদ এলাকার ৬নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম ভুট্রোকে আটক করেছে।
আশরাফুল ইসলাম ভুট্রো প্রায় সময় বাড়ীর ভাড়াটিয়া নারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করার অভিযোগ ছিলো দীর্ঘ দিনের।
এ ঘটনায় ভূক্তভোগীর শিশুর মা জানান, আমরা গরীব হওয়ায় আমাদের পক্ষে কেউ নেই। সবাই বাড়ীর মালিকের পক্ষে কথা বলে। আমাদের টাকা পয়সা নেই। তাই আমাদের জন্য আইনও নেই।
হাজীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদ বলেন, ঘটনাটি জানার পর অভিযুক্ত আটক করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।