মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি “আইন মেনে সড়কে চলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে থেকে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম।
নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়া মজুমদার ও সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুলের সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.এহছানুল হক মিলন সমর্থিত উপজেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক মো.ইউসুফ মিয়াজী, যুগ্ম-সাধারন সম্পাদক মো.মাহবুব আলম, কচুয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর শাহ্ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলি, বিতারা ইউনিয়ন আমির মাসুম বিল্লাহ মাদানী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী রশিদ, নিরাপদ চাই সংগঠনের সহ সাধারণ সম্পাদক শাহ ইমরান প্রমুখ।