চাঁদপুরের হাজীগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় থানার মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুকুর চাকমা।
বক্তব্যে তিনি বলেন, থানা জনগণের জন্য উন্মুক্ত। যে কোনো সময় জনগণ থানায় এসে তাদের সমস্যা জানাতে পারেন। আমরা সব সময় জনগণের পাশে থাকতে চাই।
সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক ।
ওপেন হাউস ডে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা থানার সেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে মতামত ও অভিযোগ তুলে ধরেন।
সভায় অতিথিরা জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি তদন্ত রাজীব শর্মা ও দায়িত্বরত অফিসারবৃন্দ।
এ সময় আরো বক্তব্য রাখেন ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শিল্প ও ব্যানিজ্যিক বিষয়ক সম্পাদক মাও আবুল কাশেম, বক্তারা বলেন, বিভিন্ন এলাকায় মাদক, ইভটিজিং, চুরি, কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়েছে পুলিশের সঙ্গে জনগণের সহযোগিতা বাড়লে সমাজ থেকে অপরাধ দমন সহজ হবে।
মোহাম্মদ উল্যাহ বুলবুল 




















