ঢাকা 11:36 pm, Thursday, 30 October 2025

দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি বা জুলুম করা চলবে না- লায়ন ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপি গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি ৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ পরিচালিত হবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি সবসময় জনগণের অনুভূতি নিয়ে কাজ করে। বাংলার জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তরুণ ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিবে।”

তিনি আরো বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। তাদের মুখে গণতন্ত্রের কথা আর মানায় না। বিগত ১৬ বছরে তারা মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারীরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব চালানো হয়েছে। ফলে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেই কারণে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।”

মমিনুল হক আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষিত জনগণের বন্ধু। আগামি দিনে আমরা জনগণের সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। দলের কিছু লোভী নেতাকে জানাতে চাই, দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি বা জুলুম করা চলবে না। বিএনপির মধ্যে কোন সন্ত্রাস বা চাঁদাবাজি চলবে না। আগামি দিনে বিএনপির পাশে থেকে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করছি।”

পথসভা ও গণসংযোগে সভাপতিত্ব করেন ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সভাপতি মাও. নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারী।

৭নং ওয়ার্ড পথসভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম সরকার।

প্রথম পথসভা অনুষ্ঠিত হয় ১ নং ওয়ার্ড জয়শরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোশাররফ হোসেন এবং বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাতাব চৌধুরী শরীফ। ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ ভূঁইয়া স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ও প্রবাসী কামাল পাঠান, সাবেক ছাত্র নেতা খাজা নাজিমুদ্দিন, ফারুক ভূঁইয়া, মামুন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

২নং ওয়ার্ডে পাচৈই গ্রামে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বিএনপির সভাপতি ডা. মুজিবুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাহিদুল ইসলাম। কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য নুর মোহাম্মদ নীরু বক্তব্য রাখেন।

এ সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাহার, ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মহিন মিজি, যুবদল নেতা শেখ ফরিদ ও সাবেক ছাত্র নেতা ওয়াসিম আকরাম শাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অন্যান্য ওয়ার্ডে পথসভায় হাজীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করলেন রেহান উদ্দিন রাজন

দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি বা জুলুম করা চলবে না- লায়ন ইঞ্জি. মমিনুল হক

Update Time : 11:06:00 pm, Thursday, 30 October 2025

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপি গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি ৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ পরিচালিত হবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি সবসময় জনগণের অনুভূতি নিয়ে কাজ করে। বাংলার জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তরুণ ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিবে।”

তিনি আরো বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। তাদের মুখে গণতন্ত্রের কথা আর মানায় না। বিগত ১৬ বছরে তারা মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারীরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব চালানো হয়েছে। ফলে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেই কারণে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।”

মমিনুল হক আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষিত জনগণের বন্ধু। আগামি দিনে আমরা জনগণের সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। দলের কিছু লোভী নেতাকে জানাতে চাই, দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি বা জুলুম করা চলবে না। বিএনপির মধ্যে কোন সন্ত্রাস বা চাঁদাবাজি চলবে না। আগামি দিনে বিএনপির পাশে থেকে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করছি।”

পথসভা ও গণসংযোগে সভাপতিত্ব করেন ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সভাপতি মাও. নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারী।

৭নং ওয়ার্ড পথসভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম সরকার।

প্রথম পথসভা অনুষ্ঠিত হয় ১ নং ওয়ার্ড জয়শরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোশাররফ হোসেন এবং বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাতাব চৌধুরী শরীফ। ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ ভূঁইয়া স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ও প্রবাসী কামাল পাঠান, সাবেক ছাত্র নেতা খাজা নাজিমুদ্দিন, ফারুক ভূঁইয়া, মামুন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

২নং ওয়ার্ডে পাচৈই গ্রামে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বিএনপির সভাপতি ডা. মুজিবুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাহিদুল ইসলাম। কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য নুর মোহাম্মদ নীরু বক্তব্য রাখেন।

এ সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাহার, ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মহিন মিজি, যুবদল নেতা শেখ ফরিদ ও সাবেক ছাত্র নেতা ওয়াসিম আকরাম শাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অন্যান্য ওয়ার্ডে পথসভায় হাজীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত