চাঁদপুরের হাজীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন, বাংলাদেশ ইউনাইটেড পার্টির (বিইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রধানীয়া। শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে তিনি বক্তব্য রাখেন। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামিমের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, জুলাই সনদ, দেশের সার্বিক পরিস্থিতির আলোকে তিনি সংবাদকর্মীদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। জাকির হোসেন প্রধানীয়া বলেন, এই মুহুর্তে দেশের মানুষের নিরাপত্তা প্রয়োজন। তাই আগে জাতীয় নির্বাচন হোক। জাতীয় নির্বাচন হলে ওই সরকারই জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজন মনে করলে গণভোট নেবে। জাতীয় নির্বাচনের পূর্বে কোন ভাবেই গণভোট হওয়া উচিত নয়। তিনি বলেন জাতীয় নির্বাচনে কমিশনের উপর আমাদের আস্থা নেই।
কারণ হিসেবে তিনি বলেন, বিইউপি পার্টির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের আবেদন করেছি। ২০টি জেলা ও ১০৫টি উপজেলা কমিটি গঠণপূর্বক রকেট প্রতীক চেয়ে বিধিমালা অনুযায়ী ১৬টি বই জমা দিয়ে ইসি থেকে রিসিভ কপি সংগ্রহ করেছি। অথচ ইসিতে আমাদের কোন ফাইলপত্র নেই। সবকিছু গায়েব হয়ে গেছে।
তিনি বলেন, যেখানে হাই সিকিউরিটি সেখানেই আবেদনের কপি’সহ ১৬টি বই গায়েব! কিভাবে সম্ভব? হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও যারা ফাইলপত্রের নিরাপত্তা দিতে পারে না। তারা নির্বাচনে ১৮ কোটি মানুষের নিরাপত্তা দেবে কিভাবে? এ বিষয়ে আমরা হাইকোর্টে রিট করেছি। আদালত ইসিকে ১৫ দিনের সময় দিয়েছে।
পরিবারমুক্ত রাজনীতি দেখতে চাই উল্লেখ করে জাকির হোসেন প্রধানীয়া বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো পরিবারভিত্তিক। কেন্দ্র থেকে গ্রিন সিগনাল দেওয়া হয়, আপনি এলাকায় গিয়ে কাজ করেন। কেন এমনটি হবে? কেন নিজ নিজ এলাকা থেকে কৃষক ও শ্রমিকের যোগ্য সন্তানেরা সংসদ সদস্য হতে পারবেনা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ আসন থেকে অংশগ্রহণ করার কথা উল্লেখ করে জাকির হোসেন প্রধানীয়া বলেন, নির্বাচনের আগে নিবন্ধন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবো এবং কৃষক ও শ্রমিকের সন্তানদের সংসদ সদস্য প্রার্থী হতে আহবান করবো। যেমনটি উন্নত দেশে হয়ে থাকে।
তিনি বলেন, বিইউপি সততা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্ম এই চারটি স্তম্বের উপর ভিত্তি করে রাজনীতি করবে। যদি সুযোগ আসে, তাহলে আমরা এইচএসসি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে এবং ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। প্রবাসী’সহ দেশের সকল মানুষকে স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় আনতে চাই।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় আওলাদ হোসেন ও শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন, সুরক্ষাসহ ১৮টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দলটি আত্মপ্রকাশ করে।
দলটির চেয়ারম্যান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের বাসিন্দা। তিনি নারগিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। অস্ট্রেলিয়া ও বাংলাদেশে তাঁর একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া দলের মহাসচিব হলেন, মো. আমিনুল ইসলাম ও ট্রেজারার আব্দুল কাদের ভূঁইয়া।
নিজস্ব প্রতিনিধি ॥ 









