ঢাকা 9:30 am, Saturday, 8 November 2025

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গিয়াস উদ্দিনের র‍্যালি..

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এক বৃহত্তম রাজনৈতিক দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। কিন্তু যখন নেতৃত্বের মধ্যে যখন সিদ্ধান্ত আসে কেন্দ্র থেকে। তখন আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। সেই সিদ্ধান্ত আপনাদেরও মেনে নিতে হবে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দলের মধ্যে ঐক্য। আগামী নির্বাচন যে কঠিন হবে তা আমাদের নেতা তারেক রহমান বারবার বলে আসছেন। পাশাপাশি আমাদের নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবেলা করতে হবে। এই ঐক্য যেনো কোনো অবস্থাতেই ব্যাহত না হয়। সেজন্য সবাই সবার সঙ্গে সৎ আচরণ করবেন। পাশাপাশি দলীয় প্রোগ্রামের প্রতি আমাদের আন্তরিক হতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক বিশাল র‌্যালী শুরুর পূর্বে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার বৈপ্লবিক ভূমিকায় দেশবিরোধী চক্রান্তের অবসান ঘটেছিল এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল। সেই থেকে মানুষ বিপ্লব ও সংহতি দিবস পালন করে আসছে। জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাতা নন। তিনি রাজনৈতিক অঙ্গনে এমন বীজ বপন করে গেছেন যে সারা জাতি তাঁকে কৃতজ্ঞতার সাথে আজও স্মরণ করে। আজ তিনি পৃথিবীতে নেই, কিন্তু তাঁর প্রতি বাংলাদেশের সর্বাধিক মানুষের শ্রদ্ধা রয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছেন। তিনবার প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দিয়ে তিনি একটি নজির স্থাপন করে গেছেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় সহজ পদ্মতিতে আগুন নেভানোর যন্ত্র আবিস্কার করেছে স্থানীয় এক উদ্যোক্তা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গিয়াস উদ্দিনের র‍্যালি..

Update Time : 08:14:42 am, Saturday, 8 November 2025

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এক বৃহত্তম রাজনৈতিক দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। কিন্তু যখন নেতৃত্বের মধ্যে যখন সিদ্ধান্ত আসে কেন্দ্র থেকে। তখন আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। সেই সিদ্ধান্ত আপনাদেরও মেনে নিতে হবে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দলের মধ্যে ঐক্য। আগামী নির্বাচন যে কঠিন হবে তা আমাদের নেতা তারেক রহমান বারবার বলে আসছেন। পাশাপাশি আমাদের নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবেলা করতে হবে। এই ঐক্য যেনো কোনো অবস্থাতেই ব্যাহত না হয়। সেজন্য সবাই সবার সঙ্গে সৎ আচরণ করবেন। পাশাপাশি দলীয় প্রোগ্রামের প্রতি আমাদের আন্তরিক হতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক বিশাল র‌্যালী শুরুর পূর্বে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার বৈপ্লবিক ভূমিকায় দেশবিরোধী চক্রান্তের অবসান ঘটেছিল এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল। সেই থেকে মানুষ বিপ্লব ও সংহতি দিবস পালন করে আসছে। জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাতা নন। তিনি রাজনৈতিক অঙ্গনে এমন বীজ বপন করে গেছেন যে সারা জাতি তাঁকে কৃতজ্ঞতার সাথে আজও স্মরণ করে। আজ তিনি পৃথিবীতে নেই, কিন্তু তাঁর প্রতি বাংলাদেশের সর্বাধিক মানুষের শ্রদ্ধা রয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছেন। তিনবার প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দিয়ে তিনি একটি নজির স্থাপন করে গেছেন।”