কচুয়ায় আদর্শ ওপেন স্কাউট গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও পিএস প্রস্তুতিমূলক ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী ও পিএস প্রস্তুতিমূলক ডে ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও পিএসসি সদস্য ডা. আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় অফিসার ও কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক সদস্য মো.আব্দুল বারী (বারেক) পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আজহারুল ইসলাম ভূইয়া, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. ফারুক আহম্মদ,বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার এএলটি খোরশেদ আলম খান,আক্তাররুজ্জামান প্রমূখ। একই দিনে উপজেলার পিএস পরীক্ষায় অংশগ্রহনকারী স্কাউট সদস্যদের মৌলিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
এ সময় প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা কাব লিডার এলাটি একেএম জাহাঙ্গীর হোসেন সুমন,কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, রোভার স্কাউট লিডার অর্পণা রানী দেব,সহ স্কাউটসের সদস্যগন উপস্থিত ছিলেন।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 






















