ঢাকা 10:54 pm, Tuesday, 18 November 2025

চাঁদপুর-৫ আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাও. হাবিবুর রহমানের দিনব্যাপী নির্বাচনী শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনিত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাও. হাবিবুর রহমানের সমর্থনে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ব্যাপক নির্বাচনী শোডাউন করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থরা।

দলটির হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌর শাখার আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী চাঁদপুর-৫ নির্বাচনী এলাকা হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় নির্বাচনী এ শোডাউন করা হয়। এসময় সংসদ সদস্য প্রার্থী মাও. হাবিবুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাও. লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের হাজীগঞ্জ উপজেলা সভাপতি মাও. ফয়সাল আহমেদ রশিদী, সাধারণ সম্পাদক মাও. এহতেশামুল হক এবং পৌর সভাপতি মাহমুদুর রহমান শুভ ও সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্যাহ্ সার্বিক ব্যবস্থাপনায় এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারসহ পৌরসভাধীন এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়।

এরপর এদিন দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস শাহরাস্তি উপজেলা সভাপতি মাস্টার শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুর রহমান এবং পৌর সভাপতি হাফেজ মাও. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় শাহরাস্তিতে ব্যাপক শোডাউন অনুষ্ঠিত হয়।

রিকশা প্রতীকের নির্বাচনী এ শোডাউনে দলীয় প্রতীক সম্বলিত টি-শার্ট, মাথায় ক্যাপ ও ফিতা পরিধান করে ব্যানার, পেস্টুন, লিপলেটসহ মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাস যোগে কয়েক শতাধীক দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে শোডাউনকৃত এলাকা।

শোডাউনকালে এক প্রতিক্রিয়ায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনিত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাও. হাবিবুর রহমান বলেন, স্বাধীনতার অর্ধ-শত বছর পার হলেও আজ পর্যন্ত আমরা দুর্নীতি, সন্ত্রাস, হত্যা ও রাহজানীমুক্ত বাংলাদেশ পাইনি। বরং যুগে যুগে ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের কল্যাণ, ন্যায় ও নীতির রাজনীতি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণের ভোটে রিকশা প্রতীকের প্রার্থী নির্বাচিত হলে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে, ইনশআল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাগাদী ইউনিয়নে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগে জামায়াত প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া

চাঁদপুর-৫ আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাও. হাবিবুর রহমানের দিনব্যাপী নির্বাচনী শোডাউন

Update Time : 10:29:01 pm, Tuesday, 18 November 2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনিত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাও. হাবিবুর রহমানের সমর্থনে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ব্যাপক নির্বাচনী শোডাউন করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থরা।

দলটির হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌর শাখার আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী চাঁদপুর-৫ নির্বাচনী এলাকা হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় নির্বাচনী এ শোডাউন করা হয়। এসময় সংসদ সদস্য প্রার্থী মাও. হাবিবুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাও. লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের হাজীগঞ্জ উপজেলা সভাপতি মাও. ফয়সাল আহমেদ রশিদী, সাধারণ সম্পাদক মাও. এহতেশামুল হক এবং পৌর সভাপতি মাহমুদুর রহমান শুভ ও সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্যাহ্ সার্বিক ব্যবস্থাপনায় এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারসহ পৌরসভাধীন এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়।

এরপর এদিন দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস শাহরাস্তি উপজেলা সভাপতি মাস্টার শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুর রহমান এবং পৌর সভাপতি হাফেজ মাও. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় শাহরাস্তিতে ব্যাপক শোডাউন অনুষ্ঠিত হয়।

রিকশা প্রতীকের নির্বাচনী এ শোডাউনে দলীয় প্রতীক সম্বলিত টি-শার্ট, মাথায় ক্যাপ ও ফিতা পরিধান করে ব্যানার, পেস্টুন, লিপলেটসহ মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাস যোগে কয়েক শতাধীক দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে শোডাউনকৃত এলাকা।

শোডাউনকালে এক প্রতিক্রিয়ায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনিত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাও. হাবিবুর রহমান বলেন, স্বাধীনতার অর্ধ-শত বছর পার হলেও আজ পর্যন্ত আমরা দুর্নীতি, সন্ত্রাস, হত্যা ও রাহজানীমুক্ত বাংলাদেশ পাইনি। বরং যুগে যুগে ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের কল্যাণ, ন্যায় ও নীতির রাজনীতি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণের ভোটে রিকশা প্রতীকের প্রার্থী নির্বাচিত হলে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে, ইনশআল্লাহ।