কচুয়া উপজেলার বাইছারা ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা আব্দুল খালেক (৭০) কে হত্যা করা হয়েছে। শনিবার বিকেল ওই গ্রামের নোয়াপাড়া প্রধানীয়া বাড়িতে এক হৃদয়বিদারক ঘঁনা ঘটে। এ হত্যাকাণ্ডে এলাকায় নেমে আসে শোক ও হতবাক নীরবতা। ঘটনার পর পালাতে চাইলে স্থানীয়রা ছেলে মোঃ হোসাইন (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বাবা খালেক ও ছেলে হোসাইনের কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তেজিত হয়ে ওঠেন হোসাইন। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক দায়ের কোপ দিতে থাকেন। ভয়াবহ আঘাতে ঘটনাস্থলেই বাবার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন।
শোকাহত বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই এমন ভয়ংকর কাজ করবে কখনো ভাবিনি। ও মানসিকভাবে অসুস্থ ছিল—কিন্তু এমন নৃশংসতায় আমরা সবাই ভেঙে পড়েছি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে এসে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া উচিত।
কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, পালানোর সময় জনতা হোসাইনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।
Reporter Name 




















