ঢাকা 10:51 pm, Tuesday, 2 December 2025

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কচুয়ায় পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি পালন

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কচুয়ায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবারকল্যাণ কর্মীরা।

‎মঙ্গলবার দিনব্যাপী  উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।

‎কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনার পরিদর্শক মোঃ ইউসুফ আলী, পরিবার কল্যাণ পরিদর্শক সমীর চন্দ্র রায়,পরিবার কল্যাণ সহকারী হাওয়া আক্তার, পরিবার পরিকল্পনার পরিদর্শক প্রলয়  সূত্রধর, পরিবার কল্যাণ পরিদর্শক বিশ্বনাথ দাস, পরিবার কল্যাণ পরিদর্শিকা মরিয়ম আক্তার প্রমুখ।

‎ পরিবারকল্যাণ কর্মীরা দাবি করে বলেন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেতে বঞ্চিত। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।

‎পরিবার পরিকল্পনা কল্যাণ পরিদর্শক ও উপজেলা মাঠ কর্মচারী সমিতির সভাপতি সমীর চন্দ্র রায়  বলেন, ‘আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। সে জন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’

‎পরিবার  কল্যাণ সহকারী হাওয়া আক্তার বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আমরা এ কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি না মানা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো।’

‎এসময় পরিবারকল্যাণ , পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাড়ি পেলেন এক হাজার নারী, ফরিদগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কচুয়ায় পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি পালন

Update Time : 09:20:09 pm, Tuesday, 2 December 2025

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কচুয়ায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবারকল্যাণ কর্মীরা।

‎মঙ্গলবার দিনব্যাপী  উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।

‎কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনার পরিদর্শক মোঃ ইউসুফ আলী, পরিবার কল্যাণ পরিদর্শক সমীর চন্দ্র রায়,পরিবার কল্যাণ সহকারী হাওয়া আক্তার, পরিবার পরিকল্পনার পরিদর্শক প্রলয়  সূত্রধর, পরিবার কল্যাণ পরিদর্শক বিশ্বনাথ দাস, পরিবার কল্যাণ পরিদর্শিকা মরিয়ম আক্তার প্রমুখ।

‎ পরিবারকল্যাণ কর্মীরা দাবি করে বলেন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেতে বঞ্চিত। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।

‎পরিবার পরিকল্পনা কল্যাণ পরিদর্শক ও উপজেলা মাঠ কর্মচারী সমিতির সভাপতি সমীর চন্দ্র রায়  বলেন, ‘আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। সে জন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’

‎পরিবার  কল্যাণ সহকারী হাওয়া আক্তার বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আমরা এ কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি না মানা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো।’

‎এসময় পরিবারকল্যাণ , পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন।