হাজীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মসূচি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ড. মোঃ মঞ্জুরল হাসান।
ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ব্র্যাক টিবি কন্ট্রোলের প্রোগ্রাম অফিসার হেলাল আহমেদ, জলবায়ু পরিবর্তন অফিসার মিজানুর রহমান, ফিল্ড অর্গানাইজার কামরুন নাহার।
অন্যান্যদের বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পল্লী চিকিৎসক মো. ফখরুল ইসলাম মজুমদার, ৫ নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উপদলনেতা-১ মোঃ ইউসুফ, যুব সদস্য ইমন হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও বিভিন্ন পল্লী চিকিৎসকগণসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।
কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও অভিযোজন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
স্টাফ রিপোর্টার॥ 



















