চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, পৌর যুবদলের নবগঠিত কমিটির সদস্যরা।
পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেল ও সদস্য সচিব নাজমুল হাসান রাজনের নেতৃত্বে মঙ্গলবার (১৬ ডিসেম্বর), বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় ইঞ্জি. মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানান, যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহির ও রোমান গাজী’সহ পৌর যুবদলের সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কেন্দ্রিয় ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনিপর আহবায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন মজুমদার, খোরশেদ আলম ভুট্টো, বিল্লাল পাটওয়ারী’সহ উপজেলা ও বিএনিপর, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার (১৪ ডিসেম্বর) পৌর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ও পৌরসভা যুবদলের আংশিক কমিটি ঘোষণা এবং ওই ঘোষণাপত্রে আগামি ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
মোহাম্মদ হাবীব উল্যাহ্ 




















