মহান বিজয় দিবস উপলক্ষ্যে কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের সামাজিক সংগঠন আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আকানিয়া ফসলি জমিতে খোলা মাঠে এই ফুটবল টুর্নামেন্ট খেলার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম মিয়াজীর সভাপতিত্বে ও এনটিভির প্রতিনিধ সাংবাদিক জাবেদ হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিয়মিত খেলার মাধ্যমে বিভিন্ন মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খেলাধুলা মানুষকে শক্ত মনের অধিকারী হতে সাহায্য করে। সুন্দর দেশ গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে। যুব সমাজকে ভয়ানক মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা অনেক বড় ভূমিকা পালন করে। পড়াশোনা পাশাপাশি খেলাধুলাকেও প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যেই আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারীদের আমি ধন্যবাদ জানাই। সেই সাথে এই ধরনের আয়োজনে আমার সহযোগীতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উত্তর আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়েদুল হক,আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজী, কোষাধক্ষ্য আবদুল হাই মিয়াজী, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের প্রভাষক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক মাওলানা লোকমান হোসেন, শফিকুল ইসলাম মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠানে আগত সকল অতিথি খেলাটি উপভোগ করেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান।
আলোচনা শেষে আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। আয়োজন সফল করায় অতিথিরা আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 




















