ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর উদ্যোগে হাজীগঞ্জে আয়োজিত উন্নয়ন মেলায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ভূইয়া একাডেমির মাঠে অনুষ্ঠিত আলোচনা সভার এক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সাংবাদিক ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন দৈনিক আদি বাংলা পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি ও মেঘনাপোস্ট-এর ডেস্ক ইনচার্জ নূর মোহাম্মদ পাটোয়ারী।
ইপসার শাহরাস্তি এরিয়া ম্যানেজার রুবেল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান। এ সময় অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপসার ইয়ুথ কো-অর্ডিনেটর আফরা নাওয়ার রহমান, অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির পরিচালক মনজুর মোরশেদ চৌধুরী, রামচন্দ্রপুর ভূইয়া একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ ইপসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে এ ধরনের সম্মাননা গণমাধ্যমকর্মীদের আরও সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনে অনুপ্রেরণা জোগাবে।
Reporter Name 





















