এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংবর্ধনা উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভাধীন মিঠানিয়া ব্রীজ সংলগ্ন প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চ শিক্ষার বিষয়ে দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো. সালাউদ্দিন ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা যেন দেশে এবং বিদেশে কর্মমুখী শিক্ষা অর্জন করে যোগ্যতা প্রমাণ করতে পারে, সেটিই আমাদের লক্ষ ও উদ্দেশ্য।
বিশেষ অতিথি ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট প্রেজেন্টার ও ট্রেনার, মোটিভেশনাল স্পিকার, দেশবরেণ্য উপস্থাপক লায়ন এম আলমগীর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সঠিক লক্ষ্য নির্ধারণ এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অতিথিদের বক্তব্য শেষে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিষয়ে অনার্স কোর্স পাঠদান করছে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে একমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানেই সর্বনিম্ন ও সহনীয় কোর্স ফি নিয়ে কর্মমুখী বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়। এ প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের ইতিমধ্যেই শতভাগ কর্মসংস্থানের ব্যবস্থা সুনিশ্চিত হয়েছে।
নিজস্ব প্রতিনিধি ॥ 



















