দেশে ফেরার জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা পাঁচ মিনিটে তিনি সপরিবারে লন্ডনের বাসা ত্যাগ করেন। জানা গেছে, লন্ডন থেকে বাংলাদেশ সময় রাত ১২:১৫ মিনিটে ছাড়বে তারেক রহমানের ফ্লাইট। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশে পৌঁছানোর পর আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিমানবন্দর থেকে শুরু হবে তার তিন দিনের কর্মসূচি।
বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান।
তিনি বলেন, বিমানবন্দরে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশের জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন।
এরপর তারেক রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান-২ নম্বরে বাসভবনে পৌঁছাবেন। এদিন আর কোনো অনুষ্ঠান থাকছে না।
সালাহউদ্দিন আহমদ জানান, পরদিন ২৬ ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
২৭ ডিসেম্বর, শনিবার তার দ্বিতীয় দিনের কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি জাতীয় পরিচয়পত্রের কাজ সম্পন্ন করবেন এবং ভোটার হিসেবে নিজ অধিকার প্রয়োগ করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন।
শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান শ্যামলীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন। এরপর আরও একটি অনুষ্ঠানের আয়োজন থাকবে, যার বিস্তারিত পরে জানানো হবে।
অনলাইন নিউজ ডেস্ক : 






















