হাজীগঞ্জে হাফেজ মো. আব্দুল্লাহ্ আল কাউছারকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
বুধবার বিকেলে পৌরসভাধীন মকিমাবাদ ৬নং ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে মানববন্ধন করে।
মানববন্ধনে নিহত হাফেজ মো. আব্দুল্লাহ্ আল কাউছারের মা পেয়ারা বেগম, রহমাতুল্লাহ’সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
উল্লোখ্য, গত ২১ এপ্রিল শুক্রবার এশার নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন চাঁদপুর সদর উপজেলার পৌরসভাধীন পুরান বাজারের রামদাসাদী এলাকার ট্রাক ড্রাইভার মো. মোস্তফা কামালের ছেলে হাফেজ মো. আব্দুল্লাহ আল কাউছার। নিহত কাউসার পরিবারের সাথে মকিমাবাদ গ্রামের ৬নং ওয়ার্ডের মাস্টার পাড়া মিলন মোল্লার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
রোববার রাত আনুমানিক ১২টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মাস্টার পাড়া প্রবাসী আব্দুল আজিজের নির্মাণাধীন ৬ তলা ভবনের নিচতলার লিফটের গর্ত থেকে ওই হাফেজের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কাউছারের বাবা মো. মোস্তফা কামালের বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সন্দেহজনকভাবে কয়েকজনকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবদ শেষে ফয়েজুল্লাহ্ ফয়েজ উল্যাহ, শাহ্ মোহাম্মদ সিফাত ও ৬নং মো. মুনতাসির মামুন নিরবকে আটক দেখায়। বাকীদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।
এ ঘটনায় আরো ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এ ঘটনায় ওই রাতেই তার বাবা অজ্ঞাতনামাদের আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে এটি হত্যাকান্ড বলে প্রতিয়মান হচ্ছে। আমরা পরিবারের দেয়া বক্তব্য এবং বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে এনেছি। এর মধ্যে সন্দেহভাজন হিসাবে তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন হত্যার রহস্য উদঘাটনে তদন্ত কাজ চলমান রয়েছে।