স্টাফ রিপোর্টার: তথ্য গোপন রেখে চাঁদপুর সদর উপজেলা ৮নং বাগাদি ইউনিয়নের ভোটার না হয়েও যুবদলের সাধারণ সম্পাদক হওয়ায় এলাকাবাসী ও বিএনপি’র নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
চাঁদপুর পৌরসভার ভোটার হয়েও চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মোঃ আলাউদ্দিন নয়ন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চলছে সমালোচনা।
শনিবার (৩ জুন-২০২৩) সদ্য দেওয়া নবগঠিত কমিটিতে মহসিন আলম মিয়াজিকে সভাপতি ও মোঃ আলাউদ্দিন নয়নকে সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন বাবু, সহ-সাধারণ সম্পাদক জমির গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ গাজী, সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ কবিরাজের নাম প্রকাশ করা হয়।
মোঃ আলাউদ্দিন নয়ন চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের ভোটার বলে জানা গেছে। তিনি থাকেন রহমতপুর আবাসিক কলোনি এলাকায়। পৈত্রিক ঠিকানা বাগাদি ইউনিয়ন বেপারী বাড়ি হলেও তিনি সেখানকার ভোটার নন বা সেখানে বসবাসও করেন না।
এ বিষয়ে সদর উপজেলা বিএনপি’র নেতারা বলছেন, আলাউদ্দিন নয়ন তথ্য গোপন করে আমাদের কাছে আবেদন করেছেন। তার বিরুদ্ধে সাংগঠনি ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।