ন্যাটোভূক্ত দেশ তুরস্কের ড্রোন ভূপাতিত করেছে আমেরিকা। সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের কাছে তৎপর তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করে মার্কিন সৈনিকরা। এ ঘটনায় উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই প্রথম আমেরিকা কোনো ন্যাটো মিত্রের ড্রোন ভূপাতিত করল। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের কাছাকাছি এলাকায় তুরস্কের ড্রোন কুর্দি গেরিলাদের ওপর কয়েক দফা হামলা চালায়। এর পর ন্যাটো মিত্র তুরস্কের ড্রোনটি ভূপাতিত করে মার্কিন সেনারা। তুর্কি ড্রোনের হামলায় অন্তত নয়জন নিহত হয়।
এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন সেনারা যে ড্রোন ভূপাতিত করেছে তা তুরস্কের নয়। তবে ওই ড্রোনটি কার, তা জানায়নি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গতকাল তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে সিরিয়ার ওয়াইপিজি কুর্দি গেরিলারা তুরস্কের রাজধানী আঙ্কারায় বোমা হামলা চালায়। এর জবাবে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ায় তৎপর ওয়াইপিজি গেরিলাদের ওপর ড্রোন হামলা চালিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন সেনাদের অবস্থানের কাছাকাছি এলাকায় তুর্কি ড্রোন বার বার অভিযান চালায়। এ সময় মার্কিন সেনাদের পক্ষ থেকে কয়েক দফা তুরস্ককে সতর্ক করা হলেও তাতে কর্ণপাত না করায় শেষ পর্যন্ত একটি মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ওই ড্রোন ধ্বংস করা হয়।
মার্কিন দুই কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছিল তুরস্কের ওই ড্রোন অস্ত্রসজ্জিত ছিল।