ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হালুয়া–রুটির কিছু অংশ দিয়ে নির্বাচনের ঘোষণা দেবে বিভিন্ন রাজনৈতিক দল : রুহুল কবির রিজভী

  • Reporter Name
  • Update Time : ০৬:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ৭৩ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটা ভাগাভাগির নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে নিয়ে আসা হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ–কালের মধ্যে ১৪ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে। এ প্রসঙ্গে রিজভী আজ মঙ্গলবার এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘তথাকথিত জোটের যাঁরা একটু মনঃক্ষুণ্ন হচ্ছেন, তাদের হালুয়া–রুটির কিছু অংশ দিয়ে নির্বাচনের ঘোষণা দেবে। যার ফলাফল ৭ জানুয়ারি ঘোষিত হবে। এখানে জনসাধারণের ইচ্ছা কোনো বিষয় নয়।’

‘বিদেশি শক্তির ওপর নির্ভর করে বিএনপি একে ওকে বকাঝকা করে না’ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, জনগণের শক্তির ওপর বিশ্বাস করে আন্দোলন চলছে। তারা সাময়িকভাবে নির্যাতিত কিন্তু একদিন এগুলো প্রতিঘাত হিসেবে ঘুরে দাঁড়াবে। বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়ে ধরনা দিত এবং বিদেশে গিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলত বলে তিনি দাবি করেন।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৫ বছর ধরে তৈরি করা হয়েছে গণতন্ত্রকামী ও বিরোধী প্রতিপক্ষকে নির্মূল করার জন্য। তারাই ক্ষমতায় থাকার নিশ্চয়তা দিতে পারছে। জনগণকে দরকার নেই। এই পরিস্থিতি চলতে পারে না।

সরকার পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, পোশাকশিল্পের ওপর নিষেধাজ্ঞা এলে অনেক মানুষ বেকার হবে। কিন্তু সরকার তা ভাবছে না। একটি দেশপ্রেমী সরকার হলে সবকিছু বিবেচনা করত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নিরাপত্তা চেয়ে এক মাস আগে জিডি করেছিলো এনসিপি নেত্রী রুমী

হালুয়া–রুটির কিছু অংশ দিয়ে নির্বাচনের ঘোষণা দেবে বিভিন্ন রাজনৈতিক দল : রুহুল কবির রিজভী

Update Time : ০৬:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

অনলাইন নিউজ ডেস্ক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটা ভাগাভাগির নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে নিয়ে আসা হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ–কালের মধ্যে ১৪ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে। এ প্রসঙ্গে রিজভী আজ মঙ্গলবার এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘তথাকথিত জোটের যাঁরা একটু মনঃক্ষুণ্ন হচ্ছেন, তাদের হালুয়া–রুটির কিছু অংশ দিয়ে নির্বাচনের ঘোষণা দেবে। যার ফলাফল ৭ জানুয়ারি ঘোষিত হবে। এখানে জনসাধারণের ইচ্ছা কোনো বিষয় নয়।’

‘বিদেশি শক্তির ওপর নির্ভর করে বিএনপি একে ওকে বকাঝকা করে না’ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, জনগণের শক্তির ওপর বিশ্বাস করে আন্দোলন চলছে। তারা সাময়িকভাবে নির্যাতিত কিন্তু একদিন এগুলো প্রতিঘাত হিসেবে ঘুরে দাঁড়াবে। বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়ে ধরনা দিত এবং বিদেশে গিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলত বলে তিনি দাবি করেন।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৫ বছর ধরে তৈরি করা হয়েছে গণতন্ত্রকামী ও বিরোধী প্রতিপক্ষকে নির্মূল করার জন্য। তারাই ক্ষমতায় থাকার নিশ্চয়তা দিতে পারছে। জনগণকে দরকার নেই। এই পরিস্থিতি চলতে পারে না।

সরকার পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, পোশাকশিল্পের ওপর নিষেধাজ্ঞা এলে অনেক মানুষ বেকার হবে। কিন্তু সরকার তা ভাবছে না। একটি দেশপ্রেমী সরকার হলে সবকিছু বিবেচনা করত।