‘হাজীগঞ্জ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৩’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) হাজীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে এদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রিমিয়ার লীগের‘ সিজন-০১’ এর ফাইনাল খেলার আয়োজন করা হয় এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও প্রাইজমানির প্রতীকি চেক তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ অতিথিবৃন্দ।
খেলায় ‘খেয়াঘাট বন্ধু মহল’কে ২-১ গোলে হারিয়ে ‘টোরাগড় যুব ফুটবল একাডেমি’ চ্যাম্পিয়ন হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলে সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো বক্তব্য দেন, হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন প্রমুখ। এসময় আওয়ামী লীগ নেতা কাজী মনির হোসেন মিঠু, হাবিবুর রহমান লিটন ও বিল্লাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ, সুধী, প্রিমিয়ার লীগের অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘হাজীগঞ্জ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৩, সিজন-০১’ এর উদ্বোধন করেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। পরবর্তীতে গ্রুপ পর্যায়ের খেলা এবং কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল শেষে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সিজন-১ এর সমাপ্তি করা হয়।