১৭ ডিসেম্বর নিয়ে হুংকার দিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার দুপুরে রাজধানীর পল্টনে মোড়ে এক সমাবেশে তিনি বলেন, ১৭ তারিখ (ডিসেম্বর) কী হয় দেখবেন।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের এ সমাবেশে তিনি সরকারকে এ হুংকার দেয়।
মান্না হুঙ্কার দিয়ে বলেন ১৭ তারিখ সরকার টিকে গেলেও, যতই দিন যাক এই সরকারের পতন পর্যন্ত আন্দোলন থামবে না। এই অবৈধ, একতরফা পাতানো নির্বাচনকে আমরা প্রতিহত করব।
সমাবেশের আগে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল কালভার্ট রোড ও বিজয়নগর সড়কে মিছিল করেন।
১২ দলীয় জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদ অবরোধ কর্মসূচির সমর্ধনে বিজয়নগর ও তোপখানা রোডে মিছিল করে।