চতুর্থবারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ করদাতা হলেন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটা. রুহিদাস বণিক।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার কান্দিরপাড়ের একটি কনভেনশন হলে কর অঞ্চল কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত শ্রেষ্ঠ করদাতাদের অনুষ্ঠানে তিনি ৪র্থবারের মতো শ্রেষ্ঠকরদাতার ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা সহ ছয় জেলার ৪৯ জনকে সেরা করদাতা সম্মাননা প্রদান করা হয়।
কর অঞ্চল কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড কর নীতি সদস্য ড. সামস উদ্দিন আহমেদ।
কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কাজী তৌহিদ আখতার।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কর অঞ্চল কুমিল্লার পরিদর্শী অতিরিক্ত কমিশনার শামিনা ইসলাম। স্বাগত বক্তব্য দেন যুগ্ম কর কমিশনার আব্দুল মালেক।
রোটা. রুহিদাস বণিক এর পূর্বে ২০১০, ২০১১, ২০১৬ সালে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছিলেন।
রোটা. রুহিদাস বণিক হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী, প্রথম শ্রেণির ঠিকাদার।
তিনি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার শাখার দীর্ঘ কয়েক বছর যাবত সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও হাজীগঞ্জের সামাজিক সংগঠন বনফুল সংঘ’র নির্বাচিত সভাপতি।
তিনি হাজীগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ মৈত্রী শিশু উদ্যানের প্রশাসক অর্থ, হাজীগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, উচ্চঙ্গা ইসকন মন্দিরের সভাপতিসহ অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।