• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ পোস্ট মাস্টার হলেন হাজীগঞ্জের খোরশেদ আলম ধার্মিক ছেলে পেলে অভিনয় ছেড়ে বিয়ে করবেন মডেল প্রিয়াঙ্কা হাজীগঞ্জে নিরাপত্তার মধ্যদিয়ে প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব হাজীগঞ্জের মনিনাগে সম্পতিগত বিরোধের জেরধরে হামলা, ৮জন আহত ‘প্রতিটি ক্ষেত্রে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে’ মতলব উত্তরে ১০ম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্মরণে দোয়া ও মিলাদ শাহরাস্তিতে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ প্রদান শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত ফরিদগঞ্জ ॥ বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তরা

হাজীগঞ্জে বসতঘর আগুনে পুড়ে ছাই, ৭ লাখ টাকার ক্ষতি

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জে আগুন পুড়ে একটি বসতঘর ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের গঙ্গানগর গ্রামের নতুন মৃধা বাড়ির (পোদ্দার বাড়ি) ফয়সাল মৃধর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি এবং দূর্বত্তদের দেয়া এই অগ্নিকাণ্ড বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন।

জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতের দিকে ওই বাড়ির মৃত লিয়াকত মৃধার ছেলে ফয়সাল মৃধার বসতঘরে আগুন দেখে স্থানীয়রা ছুটে আসেন। তারা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ওয়ারুক স্টেশন দিয়ে আসার পথে সড়কে প্রতিবন্ধকতার কারণে অগ্নিকাণ্ডস্থলে পৌছাতে পারেনি। যার ফলে বসতঘরটি আগুণে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের মৃধা বাড়ির লিয়াকত মৃধা গঙ্গানগর গ্রামের পোদ্দার বাড়িতে নতুন বাড়ি করেন। তিনি মারা যাওযার পর তার স্ত্রী ও ছেলে ফয়সালসহ দুই মেয়ে ওই বাড়িতে বসবাস করেন। এরমধ্যে ফয়সাল কাজের সুবাদে ঢাকায় এবং তার মা ও ছোটবোন হাজীগঞ্জে বড়বোনের বাসায় থাকেন। এরমধ্যে কিভাবে তাদের ঘরে আগুন লাগে, তা কেউ বুঝে ওঠতে পারছেন না।

তবে বসতঘরের ভিটির একটি অংশে সিঁধকাটা ছিল বলে তারা দেখতে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, দূর্বত্তরা চুরি করে প্রয়োজনীয় মালামাল নিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছান। এসময় তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। তারা সংবাদকর্মীদের জানান, ঘটনার দিন পরিবারের কেউ বাড়িতে ছিলেন না এবং কারো সাথে তাদের দ্বন্দ্ব বা শত্রুতা নেই।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহির হোসেন প্রধানীয়ার সাথে কথা হলে তিনি জানান, রাতের আধাঁরে কে কাহারা মৃত লিয়াকত মৃধার বসতঘরটি পুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, পরিবারটি অসহায়। বসতঘরটি এমনভাবে পুড়ে ভস্মিভূত হয়েছে যে, পরনের কাপড় ছাড়া তাদের কিছুই নেই। তাই, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রশাসন ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।

ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার সংবাদকর্মীদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনকে আগুনের বিষয়টি জানিয়েছি। তাদেরকে সহযোগিতার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০