ঢাকা 2:17 am, Friday, 22 August 2025

হাজীগঞ্জে ৪র্থবার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় রোটা. রুহিদাস বণিককে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : 08:35:55 pm, Friday, 29 December 2023
  • 10 Time View
হাজীগঞ্জে ৪র্থবার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় রোটা. রুহিদাস বণিককে সংবর্ধনা
মোহাম্মদ হাবীব উল্যাহ্
৪র্থ বারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ করদাতা হিসাবে সম্মানিত হওয়ায় হাজীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মেসার্স রুহিদাস বণিক কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রোটা. রুহিদাস বণিকের ব্যবসায়ীক অফিস কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের ম্যানেজার মানিক দে, সাধন দাশ ও সাখাওয়াত মিজির নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারী রোটা. রুহিদাস বণিককে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর তাঁকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক (শ্রেষ্ঠতের সম্মাননা গ্রহণের ছবি) প্রদান করা হয়। একই সময়ে রোটা.রুহিদাস বণিকের ছেলে বাবু লোকনাথ বণিক সাগরকেও ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে কেক কেটে আনন্দ উদযাপন করেন মেসার্স রুহিদাস বণিক কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় প্রতিষ্ঠানের কর্ণধার রোটা. রুহিদাস বণিকের দীর্ঘায়ু ও সুস্থতা এবং ব্যবসায়ীক সমৃদ্ধি কামনা করে নিয়মিত কর দিয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে কামনা করা হয়।
সংবর্ধনা প্রদানকালে প্রকৌ. গোবিন্দ শীল, সুকুমার বণিক, বাবুল সাহা, মো. আবুল কালাম, মো. ছালাম, মো. আলাউদ্দিন, মো. তারেক ভুইয়া, মো. আল-মামুন প্রধান, মো. আরিফ, মো. মজিবুর রহমানসহ মেসার্স রুহিদাস বণিক কনস্ট্রাকশন ডিপার্টমেন্টসহ রোটা. রুহিদাস বণিকের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

জামায়াতের শর্ত না মানলে এবারও নির্বাচন হবে না : হামিদুর রহমান

হাজীগঞ্জে ৪র্থবার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় রোটা. রুহিদাস বণিককে সংবর্ধনা

Update Time : 08:35:55 pm, Friday, 29 December 2023
হাজীগঞ্জে ৪র্থবার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় রোটা. রুহিদাস বণিককে সংবর্ধনা
মোহাম্মদ হাবীব উল্যাহ্
৪র্থ বারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ করদাতা হিসাবে সম্মানিত হওয়ায় হাজীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মেসার্স রুহিদাস বণিক কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রোটা. রুহিদাস বণিকের ব্যবসায়ীক অফিস কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের ম্যানেজার মানিক দে, সাধন দাশ ও সাখাওয়াত মিজির নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারী রোটা. রুহিদাস বণিককে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর তাঁকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক (শ্রেষ্ঠতের সম্মাননা গ্রহণের ছবি) প্রদান করা হয়। একই সময়ে রোটা.রুহিদাস বণিকের ছেলে বাবু লোকনাথ বণিক সাগরকেও ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে কেক কেটে আনন্দ উদযাপন করেন মেসার্স রুহিদাস বণিক কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় প্রতিষ্ঠানের কর্ণধার রোটা. রুহিদাস বণিকের দীর্ঘায়ু ও সুস্থতা এবং ব্যবসায়ীক সমৃদ্ধি কামনা করে নিয়মিত কর দিয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে কামনা করা হয়।
সংবর্ধনা প্রদানকালে প্রকৌ. গোবিন্দ শীল, সুকুমার বণিক, বাবুল সাহা, মো. আবুল কালাম, মো. ছালাম, মো. আলাউদ্দিন, মো. তারেক ভুইয়া, মো. আল-মামুন প্রধান, মো. আরিফ, মো. মজিবুর রহমানসহ মেসার্স রুহিদাস বণিক কনস্ট্রাকশন ডিপার্টমেন্টসহ রোটা. রুহিদাস বণিকের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।