ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ এবার চূড়ান্ত স্বৈরশাসকের রূপ ধারণ করেছে : ১২ দলীয় জোটের মুখপাত্র

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ৬৫ Time View

আওয়ামী লীগ এবার চূড়ান্ত স্বৈরশাসকের রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ১২–দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেছেন, এই নব্য স্বৈরশাসকদের সর্বশক্তি দিয়ে হটাতে হবে। তা না হলে দেশ-জাতি নিরাপদ থাকতে পারবে না।

আজ শনিবার দুপুরে রাজধানীতে গণসংযোগ ও বিক্ষোভ শেষে শাহাদাত হোসেন এসব কথা বলেন।

১২–দলীয় জোটের মুখপাত্র বলেন, ক্ষমতাসীনদের বাঁচার একমাত্র পথ জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এ ছাড়া সরকারের বাঁচার কোনো রাস্তা নেই।

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণ ও বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক ১২–দলীয় জোট। এ সময় তারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে।

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। শিগগিরই জনগণ পতনের কার্ড আওয়ামী লীগের হাতে ধরিয়ে দেবে। তার আগেই পদত্যাগ করুন।

জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, গুম, খুনসহ গত ১৫ বছরে বিরোধীদের ওপর বেপরোয়া নির্যাতনের প্রতিশোধ নিতে এবার জনগণ ভোট বর্জন করেছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।

আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এ সময় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবের নারায়নপুরে ক্রয়কৃত সম্পত্তির চেয়ে অধিক জায়গা দখলের অভিযোগ

আওয়ামী লীগ এবার চূড়ান্ত স্বৈরশাসকের রূপ ধারণ করেছে : ১২ দলীয় জোটের মুখপাত্র

Update Time : ০৬:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগ এবার চূড়ান্ত স্বৈরশাসকের রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ১২–দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেছেন, এই নব্য স্বৈরশাসকদের সর্বশক্তি দিয়ে হটাতে হবে। তা না হলে দেশ-জাতি নিরাপদ থাকতে পারবে না।

আজ শনিবার দুপুরে রাজধানীতে গণসংযোগ ও বিক্ষোভ শেষে শাহাদাত হোসেন এসব কথা বলেন।

১২–দলীয় জোটের মুখপাত্র বলেন, ক্ষমতাসীনদের বাঁচার একমাত্র পথ জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এ ছাড়া সরকারের বাঁচার কোনো রাস্তা নেই।

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণ ও বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক ১২–দলীয় জোট। এ সময় তারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে।

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। শিগগিরই জনগণ পতনের কার্ড আওয়ামী লীগের হাতে ধরিয়ে দেবে। তার আগেই পদত্যাগ করুন।

জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, গুম, খুনসহ গত ১৫ বছরে বিরোধীদের ওপর বেপরোয়া নির্যাতনের প্রতিশোধ নিতে এবার জনগণ ভোট বর্জন করেছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।

আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এ সময় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।